সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে আইএমসিএইচ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালকে (আইএমসিএইচ) একটি মোবাইল ক্লিনিক দিয়েছে দুবাইয়ের শীর্ষ স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান অ্যাস্টার ডিএম হেলথকেয়ার। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (৮ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর ও মোবাইল ক্লিনিক হস্তান্তর করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএমসিএইচের পক্ষে প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এম এ মুবিন খান স্বাক্ষর করেন। এছাড়াও অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আজাদ মুবেন।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশের দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল জামাল হোসেন, অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের এগজিকিউটিভ ডিরেক্টর এবং হেড অব গভর্ন্যান্স টি জে উইলয়ামসন এবং হেড অব করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) জলিল পিএ উপস্থিত ছিলেন।

এএএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।