সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন ৪৩৫০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১২ মার্চ ২০২৩
ফাইল ছবি

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে ৪ হাজার ৩৫০ জন।

রোববার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন>>> মেডিকেল ভর্তি: পাসের হার কমেছে ১৯.৭৯ শতাংশ

মোট আসনের মধ্যে ১ হাজার ৯৫৭ জন ছাত্র সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাবেন। আর ছাত্রীদের মধ্যে ২ হাজার ৩৯৩ জন সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাবেন।

এছাড়া ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ৬ হাজার ৭৭২ শীক্ষার্থী।

এএএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।