ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১২ জুলাই ২০২৩

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। জুলাই মাসের ১১ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯১৯ জন। আর মারা গেছেন ৩৬ জন। দেশের তিনটি জেলা ছাড়া সব জেলাতেই ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অবস্থায় হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর চাপ কমাতে ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: ৫০ টাকায় হবে ডেঙ্গু পরীক্ষা

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোলের (সিডিসি) উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে দেওয়া হয়েছে ঘোষণা। ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে রেকর্ড ৭ মৃত্যু, এক দিনে হাজার ছাড়ালো আক্রান্ত

তিনি জানান, হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার জন্য পর্যাপ্ত লোকবল ও সরঞ্জামের ব্যবস্থা এখনো হয়নি। এটা হলে শিগগির পুরোপুরি ডেঙ্গু ডেডিকেটেড হিসেবে হাসপাতালটিকে ঘোষণা করা হবে।

এএএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।