বিয়ের আগে কনের চুলের যত্নে থাকুক নিখুঁত ছোঁয়া
বিয়েবাড়িতে আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকেন কনে। তাই বিয়ের দিন প্রতিটি কনে চান নিজেকে আরও সুন্দর ও নজরকাড়া করে তুলতে। শাড়ি, লেহেঙ্গা কিংবা গাউন-কোন পোশাকে নিজেকে সবচেয়ে মানাবে, তা নিয়ে চলে বিস্তর পরিকল্পনা। কিন্তু এত কিছুর মাঝেও একটি বিষয় আলাদা করে গুরুত্ব পাওয়ার দাবি রাখে, আর তা হলো চুলের যত্ন। কারণ চুলের সাজ ঠিকঠাক না হলে পুরো সাজপোশাকই যেন ম্লান হয়ে যায়...