রমজানে নতুন কর্মঘণ্টা ঘোষণা আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস
(এফএএইচআর) আসন্ন রমজান মাসে সরকারি কর্মচারীদের জন্য নতুন কর্মঘণ্টা ঘোষণা করেছে।

এতে বলা হয়েছে মন্ত্রণালয় ও ফেডারেল কর্তৃপক্ষের অফিসিয়াল কর্মঘণ্টা সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে।

এফএএইচআর জোর দিয়ে বলেছে যে, মন্ত্রণালয় ও ফেডারেল কর্তৃপক্ষ তাদের নির্দিষ্ট প্রয়োজনীয়তা ও নিয়ম অনুযায়ী ফ্লেক্সিবল কর্মঘণ্টা বা রিমোট ওয়ার্কিং নীতি বাস্তবায়ন করতে পারে।

পবিত্র রমজান মাস উপলক্ষে এফএএইচআর সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, নাগরিক ও বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছে।

ইসলামে মাস হিসেবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিল। এই মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।