শারজাহর ‘রমজান নাইটস’ মেলায় ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এক্সপো সেন্টারে শুরু হয়েছে ‘রমজান নাইটস’ প্রদর্শনীর ৪২তম সংস্করণ। সেখানে বিলাসবহুল পোশাক, জুতা, পারফিউম, অ্যাক্সেসরিজ, আবায়া, গৃহস্থালি ও রান্নাঘরের পণ্যসহ নানা সামগ্রীতে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে।
মেলায় মাত্র পাঁচ দিরহাম থেকে শুরু করে ব্যয়বহুল বিলাসবহুল পণ্য পাওয়া যাচ্ছে। দুই সন্তানের মা আইশা হাম্মাদ এসেছিলেন তার বোনের বন্ধুদের সঙ্গে। তিনি জানান, উদ্বোধনী দিনে শুধু ঘুরতে এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ৩০০ দিরহামের পণ্য কিনে ফেললাম।
আরও পড়ুন>>
- রমজানে আমিরাতে ব্যাপক ছাড়, অর্ধেক দামে ১০ হাজার পণ্য
- রমজানে নতুন কর্মঘণ্টা ঘোষণা আমিরাতের
- আমিরাতে শিশুহত্যার দায়ে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর
হাম্মাদ বলেন, আমি ভালো অফার আশা করেছিলাম। কিন্তু এত কম দামে বিলাসবহুল পণ্য পাবো, তা ভাবিনি। আবায়া, পারফিউম ও গৃহসজ্জার জিনিস কিনেছি নামমাত্র দামে। এটি সত্যিকারের ক্রেতাদের স্বর্গ।
আগামী ৩০ মার্চ পর্যন্ত চলবে এই মেলা, যা ৩৫তম ‘শারজাহ রমজান ফেস্টিভাল’-এর অংশ। এতে ২০০টিরও বেশি প্রদর্শক এবং ৫০০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড অংশ নিয়েছে।
আল মাজাজ ৩-এর বাসিন্দা আহমেদ খান জানান, আমি প্রথমবার এসেছি এবং পণ্যের বৈচিত্র্য দেখে অভিভূত। অফিস থেকে ফেরার সময় বিজ্ঞাপন দেখতাম, তাই উদ্বোধনের তারিখ মনে রেখেছিলাম। পরিবারকে সঙ্গে এনেছি। শুধু কেনাকাটা নয়, এটি একটি সাংস্কৃতিক অভিজ্ঞতাও। আমার বাচ্চারা ‘কিডস কর্নার’ উপভোগ করছে। রমজানের পর ভ্রমণের পরিকল্পনা থাকায় আবার আসবো।
এবারের সংস্করণে ‘ইফতার কর্নার’ অন্যতম আকর্ষণ, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক খাবারের বিশাল সমাহার রয়েছে। এছাড়া, মেলায় সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম, ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনী, লোকসংগীত পারফরম্যান্স এবং আমিরাতি সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরার জন্য বিশেষ হেরিটেজ ভিলেজও রয়েছে।
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত খোলা থাকছে এই মেলা। শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহায়তায় এক্সপো সেন্টার শারজাহ আয়োজন করেছে মেলার।
সূত্র: খালিজ টাইমস
কেএএ/