ভারত

কন্যাসন্তান হওয়ায় নবজাতককে পানিতে ছুড়ে ফেললেন মা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৮ মার্চ ২০২৫
প্রতীকী ছবি/ ফ্রিপিক

ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলায় এক মা তার ১৭ দিন বয়সী কন্যাসন্তানকে পানির ট্যাংকে ফেলে হত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, তিনি পুত্রসন্তান আশা করছিলেন, কিন্তু কন্যাসন্তান জন্ম নেওয়ায় হতাশ হয়ে এই মর্মান্তিক কাজ করেন।

কোটওয়ালি থানার কর্মকর্তা নারায়ণ সিং জানিয়েছেন, অভিযুক্ত নারী আচকি দেবী (২২) গত রোববার তার নবজাতক কন্যাকে বাড়ির পানির ট্যাংকে ফেলে ঢাকনা বন্ধ করে দেন। এতে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন>>

পুলিশ আরও জানায়, ঘটনার পর তিনি এক পরিচিতজনকে বিষয়টি জানান। পরে তার স্বামী থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ওই নারীর বিরুদ্ধে হত্যা মামলা করে সোমবার তাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।