শান্তি অালোচনায় প্রস্তুত সিরিয়া সরকার


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

বিদ্রোহীদের সঙ্গে শান্তি অালোচনায় বসতে যাচ্ছে সিরিয়ার বাসার অাল অাসাদ সরকার। দীর্ঘ চার বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটাতে বিদ্রোহীদের সঙ্গে সরকার এ আলোচনায় বসতে যাচ্ছে বলে জানা গেছে। তবে রাশিয়ার রাজধানী মস্কোতে শান্তি অালোচনা অনুষ্ঠিত হবে। শনিবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ।

ওই কর্মকর্তা বলেন, `সংঘাত থেকে বেরিয়ে অাসতে বিদ্রোহীদের সঙ্গে মস্কোতে একটি প্রাথমিক এবং পরামর্শমূলক বৈঠকে বসতে প্রস্তুত সিরিয়া সরকার। যারা সংঘাতের পরিবর্তে ঐক্যে বিশ্বাসী, সিরিয়া সরকার সবসময়ই তাদের সঙ্গে অালোচনায় প্রস্তুত।`

তবে সরকারের এই অালোচনার প্রস্তাব সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছে বিদ্রোহীরা। তারা বলেছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তার হাতে পূর্ণ নির্বাহী ক্ষমতা না ছাড়া পর্যন্ত অাসাদ সরকারের সঙ্গে কোনও অালোচনা হবে না।

তুরস্কভিত্তিক সিরিয়ান বিদে্রাহীদের জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিসনের প্রধান হাদি অাল-হাহরা জানিয়েছেন, এখনও সরকারের সঙ্গে অালোচনায় বসার কোনও সিদ্ধান্ত হয়নি।

উল্লখ্য, জাতিসংঘের এক পরিসংখ্যানে জানা যায়, গত চার বছরে সিরিয়ায় গৃহযুদ্ধে কমপক্ষে ২০ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া দেশের মোট জনসংখ্যার অর্ধেক মানুষকেই পার্শ্ববর্তী দেশগুলো অাশ্রয় নিতে হয়েছে শরণার্থী হিসেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।