‘মোটু’ বলে কটাক্ষ করায় ২ অতিথিকে গুলি, যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১১ মে ২০২৫
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: গোরখপুর পুলিশ

‘মোটু’ বলে কটাক্ষ করায় এক যুবক দুই অতিথির ওপর গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে সেই যুবককে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গোরখপুর জেলার খাজনী থানার একটি এলাকায় এ ঘটনা ঘটলেও শুক্রবার অভিযোগ দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন>>

পুলিশ সূত্রে জানা গেছে, বেলঘাট এলাকার বাসিন্দা অর্জুন চৌহান সম্প্রতি একটি মন্দিরের পাশে আয়োজিত সামাজিক ভোজে অংশ নিয়েছিলেন। সেই ভোজে উপস্থিত ছিলেন আরও দুই যুবক — মঞ্জরিয়া গ্রামের অনিল চৌহান ও শুভম চৌহান। অভিযোগ, ভোজ চলাকালীন তারা অর্জুনকে ‘মোটু’ বলে বিদ্রুপ করেন।

ঘটনায় ক্ষুব্ধ অর্জুন চৌহান ও তার বন্ধু আসিফ খান পরদিন অনিল ও শুভমের পিছু নেন। একপর্যায়ে তারা গোরখপুর-বেলঘাট হাইওয়ের টেনুয়া টোল প্লাজার কাছে তাদের গাড়ি থামিয়ে দুজনকে গাড়ি থেকে টেনে নামিয়ে গুলি চালিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন পুলিশ সুপার (দক্ষিণ) জিতেন্দ্র কুমার।

স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে এবং পরে মেডিকেল কলেজে ভর্তি করেন। বর্তমানে দু’জনেই বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুভম চৌহানের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং শুক্রবারই অর্জুনকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সূত্র: পিটিআই, এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।