ধনকুবেরদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৪ মে ২০২৫
দুবাই/ ছবি: এএফপি

২০২৫ সালে সম্পদের রেকর্ড প্রবাহ দেখতে যাচ্ছে দুবাই। আশা করা হচ্ছে এই সময়ে ৭ হাজার ১০০ জন নতুন মিলিয়নিয়ার শহরটিতে স্থানান্তরিত হবেন। এতে ৭ বিলিয়ন ডলারের (২৬ বিলিয়ন দিরহাম) বেশি নতুন মূলধন আসবে।

এই সংখ্যাটি গত বছরের দুবাইয়ের মোট বিদেশি সরাসরি বিনিয়োগের প্রায় অর্ধেকের সমান হতে পারে।

বেটারহোমসের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইকে এখন আর কেবল অস্থায়ী বিলাসবহুল আবাসস্থল হিসেবে দেখা হয় না বরং বিশ্বের অভিজাতদের জন্য একটি স্থায়ী ভিত্তি হিসেবে দেখা হয়।

দুবাইয়ের প্রধান আকর্ষণ হলো নিরাপত্তা ও অল্প ট্যাক্স। অন্যদিকে বিশ্বে বাড়ছে রাজনৈতিক অস্থিতিশীলতা ও ঝুঁকি।

২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাত ৬ হাজার ৭০০ জন নতুন মিলিয়নিয়ারকে স্বাগত জানিয়েছে।

বলা হচ্ছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী অভিবাসনের জন্য প্রত্যাশিত এক লাখ ৪২ হাজার ধনকুবেরের মধ্যে যদি মাত্র ৫ শতাংশ দুবাইকে বেছে নেয়, তাহলে এর প্রভাব অর্থনৈতিক ও সামাজিকভাবে রূপান্তরকারী হতে পারে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।