পশ্চিমবঙ্গে সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গে বেশ কয়েক দিনের কাঠ ফাঁটা গরমের পর দু-এক ফসলা বৃষ্টিতে উত্তাপ কিছুটা কমেছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বভাস দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। রাতের দিকে কিছুটা ঠাণ্ডা থাকলেও দিনের বেলায় সূর্যের চোখ রাঙানির প্রভাব থেকেই যাবে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদীয়ায় বৃষ্টির সম্ভাবনার রয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরসহ মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই জেলাগুলোতে কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলোতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাতসহ মাঝরি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাছাড়া চলতি মাসের শেষে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। যেহেতু এই সময়টা বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় তৈরীর মৌসুম, তাই এটি তৈরির প্রক্রিয়ার শুরুতেই আবহাওয়া দপ্তরের বিশেষ নজরদারি শুরু হয়ে যাবে।
ডিডি/এমএসএম