সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ মে ২০২৫
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন এমন খবরে দেশ এবং দেশের বাইরে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সবার মধ্যেই এ নিয়ে এক ধরনের গুঞ্জন শুরু হয়। বিভিন্ন দেশের বার্তা সংস্থা এবং প্রধান গণমাধ্যমগুলোতেও এ নিয়ে সংবাদ প্রচার হয়েছে।
বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন: যুক্তরাষ্ট্র
চীন হয়তো বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমারসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে। সম্প্রতি ‘২০২৫ ওয়ার্ল্ডওয়াইড থ্রেট এসেসমেন্ট’ বা ‘বার্ষিক হুমকি মূল্যায়ন’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবিই করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ)।
মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন মমতা
এর আগেও গত বছরের ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক হয়েছিল। ওই বৈঠকের মাঝপথে বেড়িয়ে আসেন মমতা ব্যানার্জী। মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেন, তার বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। সে কারনেই তিনি বৈঠক ছেড়ে বাইরে বেড়িয়ে আসেন।
সিন্ধু চুক্তি স্থগিত হওয়ায় ২৪ কোটিরও বেশি মানুষের জীবন হুমকিতে: পাকিস্তান
ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে পাকিস্তান। এই পদক্ষেপ ২৪ কোটিরও বেশি মানুষের জীবনের জন্য হুমকি তৈরি করছে বলে জাতিসংঘকে সতর্ক করেছে দেশটি। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ‘সশস্ত্র সংঘাতে পানির সুরক্ষা’ নিয়ে জাতিসংঘে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সতর্কবাণী উচ্চারণ করে পাকিস্তান।
গাজায় ইসরায়েলি হামলায় নারী চিকিৎসকের ৯ সন্তান নিহত
গাজায় আরও তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে খান ইউনিসে আলা আল নাজ্জার নামে এক নারী চিকিৎসকের ১০ সন্তানের মধ্যে ৯ জনই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে। গাজার কর্মকর্তারা বলছেন, নিষ্পাপ শিশুদের হত্যা করা ইসরায়েলি সৈন্যদের জন্য ‘একটি বিনোদন’ হয়ে উঠেছে।
এশীয় অভিবাসীদের দক্ষিণ সুদানে নির্বাসনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র
দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে দক্ষিণ এশীয় অভিবাসীদের নির্বাসনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ধরনের বিতর্কিত প্রচেষ্টা দক্ষিণ সুদানের রাজনৈতিক সংকট আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বাণিজ্যযুদ্ধের ডামাডোলে ভিয়েতনামকে বদলে দেওয়ার পরিকল্পনা যার হাতে
অর্ধ শতাব্দী আগে সাইগন থেকে মার্কিন সেনাদের শেষ দলটি সরে গেলেও সেই যুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্র দেশ ভিয়েতনাম। আজকের দিনে সাইগন—নাম পাল্টে যা এখন হো চি মিন সিটি—৯০ লাখেরও বেশি মানুষের আধুনিক মহানগর, উঁচু উঁচু অট্টালিকা ও ঝলমলে ব্র্যান্ডে ভরপুর। দেখলে মনে হতে পারে, এই তো সময় ভিয়েতনামের বিজয় উদযাপনের—চরম দারিদ্র্য থেকে মুক্তি, যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ রপ্তানিকারকের মধ্যে অবস্থান, অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের উৎপাদন কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
এরদোয়ানের সঙ্গে আল-শারার বৈঠক, তুরস্ক-সিরিয়া সম্পর্ক জোরদারের ইঙ্গিত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সিরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দুই দেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। শনিবার (২৪ মে) ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহচে প্রাসাদে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর দুই নেতা করমর্দন করেন এবং পরে একঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন। তুর্কি বার্তা সংস্থাগুলো এই দৃশ্য সম্প্রচার করে।
ট্রাম্পের শুল্কনীতির কারণে পণ্যের দাম বাড়াবে যেসব কোম্পানি
যেসব কোম্পানি দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে: ওয়ালমার্ট, ম্যাটেল, বেস্ট বাই, নিন্টেন্ডো ও সনি, শেইন ও টেমু, ফোর্ড ও সুবারু, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, স্ট্যানলি ব্ল্যাক অ্যান্ড ডেকার, অ্যাডিডাস।
এক শুক্রাণু দাতার জিনগত ত্রুটিতে ক্যানসারের ঝুঁকিতে ৬৭ শিশু
ইউরোপীয় দেশগুলোতে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে গর্ভধারণ বেশ প্রচলিত। তাই এসব দেশে শুক্রাণু দান করাটাও স্বাভাবিক। তবে সম্প্রতি এই পদ্ধতিতে সন্তান জন্মদান কাল হয়ে দাঁড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশের ৪৭টি পরিবারের জন্য। শুক্রাণু দাতার শরীরে বিরল জিনগত সমস্যার কারণে ক্যানসারের ঝুঁকিতে পড়েছে এসব পরিবারের ৬৭টি শিশু। এরই মধ্যে ১০ শিশুর শরীরে ক্যানসার ধরা পড়েছে।
এসএএইচ/জিকেএস