পাকিস্তানে জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১০ এএম, ০৩ জুন ২০২৫
সানা ইউসুফ/ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত ছবি

পাকিস্তানের ইসলামাবাদে সানা ইউসুফ নামে ১৭ বছর বয়সী এক জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা করেছেন এক দুর্বৃত্ত। সোমবার (২ জুন) ইসলামাবাদের সুম্বল থানার জি-১৩ সেক্টরে এ ঘটনা ঘটে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সানার নিজ বাড়িতে প্রবেশ করে খুব কাছ থেকে গুলি চালান। কয়েক রাউন্ড গুলি ছোঁড়ার পর ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।

গুলিবিদ্ধ অবস্থায় সানাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস)-এ রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকারী হয়তো সানার বাড়িতে অতিথি সেজে প্রবেশ করেছিলেন।

সানা ইউসুফ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের চিত্রাল এলাকার বাসিন্দা ছিলেন ও অল্প বয়সেই টিকটকে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার কনটেন্ট মূলত ফ্যাশন, লিপ-সিঙ্ক, জীবনধারা ও সামাজিক বার্তা নিয়ে তৈরি হতো। তরুণ প্রজন্মের মাঝে তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ও হত্যার পেছনে কোনো সুনির্দিষ্ট মোটিভও উদঘাটন করা যায়নি।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন এবং অপরাধীর দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির মুখোমুখি করার দাবি জানাচ্ছেন। এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানবাধিকার সংগঠনগুলো নারীদের নিরাপত্তার পাশাপাশি অনলাইন ব্যক্তিত্বদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।