ইরানে হোয়াটসঅ্যাপ ডিলিট করার আহ্বান, যা বলছে মেটা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ এএম, ১৮ জুন ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

ইরানে হোয়াটসঅ্যাপ ডিলিট করার আহ্বানের পর অ্যাপটির মালিক প্রতিষ্ঠান মেটা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ফোন থেকে ডিলিট করতে নাগরিকদের আহ্বান জানানো হয়। দাবি করা হয়—তারা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ইসরায়েলে পাঠাচ্ছে। যদিও এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এ ধরনের দাবি করে আমাদের সেবা বন্ধের জন্য অজুহাত বানানো হতে পারে।

মেটা জানায়, আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান ট্র্যাক করি না, কে কাকে মেসেজ করছে তার লগ রাখি না এবং ব্যক্তিগত বার্তাও ট্র্যাক করি না।

আমরা কোনো সরকারকে বাল্ক ইনফরমেশন (একসঙ্গে অনেক ব্যবহারকারীর তথ্য) সরবরাহ করি না বলেও জানিয়েছে মার্কিন এই কোম্পানিটি।

হোয়াটসঅ্যাপের বার্তাগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ মেসেজ দুটি ফোনের মাঝে পাঠানো হলেও কোনো তৃতীয় পক্ষ এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও তা পড়তে পারে না।

এই ঘটনার পর বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইরান সরকার দেশব্যাপী হোয়াটসঅ্যাপ ব্লক করে দিতে পারে, যেমনটা তারা অতীতে অন্যান্য বিদেশি অ্যাপের ক্ষেত্রেও করেছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।