পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ এএম, ১৮ জুন ২০২৫
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির/ আনাদোলু নিউজ এজেন্সি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৮ জুন) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন। ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউজে তারা মধ্যাহ্নভোজে অংশ নেবেন। তাদের মধ্যে অনেকটা গোপনীয় বৈঠক হওয়ার কথা যেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। খবর বিবিসির।

জেনারেল মুনির গত ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে সফর করছেন এবং দুজনের মধ্যে বৈঠকের সময়সূচী আগে থেকেই নির্ধারিত ছিল বলে জানা গেছে।

ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এই সংঘাত অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই তাদের দুজনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, মে মাসের শেষের দিকে মুনির ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন। চগত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘেরি নিহত হন। অপরদিকে মুনিরকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।