যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে ‘অপূরণীয় পরিণতি’ হবে: খামেনির কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৮ জুন ২০২৫
আয়াতুল্লাহ আলী খামেনি। ফাইল ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ার করে বলেছেন, যদি তারা ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে, তবে তার ‘অপূরণীয় পরিণতি’ হবে। মঙ্গলবার (১৮ জুন) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন।

খামেনি বলেন, ইরান কখনোই কোনো চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা চাপিয়ে দেওয়া শান্তি মেনে নেবে না। এই জাতি কারও সামনে আত্মসমর্পণ করবে না।

তিনি আরও বলেন, যারা ইরান ও তার ইতিহাসকে জানে, তারা জানে ইরানিরা হুমকির ভাষায় সাড়া দেয় না।

এই মন্তব্যের মাধ্যমে তিনি ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও জবাব দেন। ট্রাম্প এর আগে বলেছিলেন, ইরানকে ‘সম্পূর্ণভাবে অস্ত্র ত্যাগ’ করতে হবে এবং ‘আমরা এই মুহূর্তে যুদ্ধে নেই, তবে জড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।