ট্রাম্পের দাবি মেনে নিলো ন্যাটো, সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৫ জুন ২০২৫
দ্য হেগে ন্যাটো নেতারা। ছবি: ন্যাটো প্রেস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মেনে নিয়েছে ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলো। ২০৩৫ সালের মধ্যে বার্ষিক প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছে তারা।

বুধবার (২৫ জুন) এক যৌথ ঘোষণায় ন্যাটো নেতারা জানিয়েছেন, প্রতিরক্ষা ব্যয়ের মধ্যে প্রতি বছর মূল প্রতিরক্ষা চাহিদার জন্য জিডিপির অন্তত ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ থাকবে। পাশাপাশি, সমালোচনামূলক অবকাঠামোর সুরক্ষা ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট শিল্প খাতকে শক্তিশালী করতে আরও ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত ব্যয় করা হবে।

ন্যাটো নেতারা বলেন, ইউরো-আটলান্টিক অঞ্চলে রাশিয়ার দীর্ঘমেয়াদি হুমকি এবং সন্ত্রাসবাদের স্থায়ী হুমকি মোকাবিলায় এসব বিনিয়োগ অপরিহার্য হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ট্রাম্পের আগের মন্তব্য ও শর্তের প্রতিফলন, যেখানে তিনি ন্যাটোভুক্ত দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছিলেন।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এক দেশের ওপর হামলা মানেই সব দেশের ওপর হামলা।

এদিন ইউক্রেনকে সমর্থনের বিষয়ে সদস্যরাষ্ট্রগুলোর ‘অবিচল সার্বভৌম অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করা হলেও দেশটিকে ভবিষ্যতে ন্যাটো সদস্যপদ দেওয়ার বিষয়টি এবারের ঘোষণায় উল্লেখ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।