জঙ্গিবিরোধী মহড়া : ভারতে মুসলমানরা সন্ত্রাসী!


প্রকাশিত: ০২:৫২ এএম, ০৩ জানুয়ারি ২০১৫

ভারতের গুজরাটে জঙ্গিবিরোধী মহড়ায় মুসলিমদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে বিদ্রুপ করা হয়েছে। এ মহড়ায় দেখানো হয়েছে, ধার্মিক মুসলমানদের মতো মাথায় টুপি পরিয়ে জঙ্গি সাজিয়ে দু’জনকে গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার ভারতের বেসরকারি হিন্দি নিউজ চ্যানেল এনডিটিভির এক খবরে বলা হয়, ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত এই মহড়ায় নকল সন্ত্রাসবাদীরা জিহাদি স্লোগান দিচ্ছে। গুজরাটের নর্মদার এইধরণের ঘঠনা প্রকাশ্যে আসায়  বিতর্ক শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা গুজরাটের সুরাটে জঙ্গি বিরোধী মহড়া চলাকালে তিন ব্যক্তিকে টুপি, লম্বা জামা (জুব্বা) পরিয়ে জঙ্গি সাজানো হয়েছে। পরে পাঁচ পুলিশ সদস্য তাদের আটক করে জিপ গাড়িতে তুলছে। এর আগে ওই সাজানো জঙ্গিরা তোমরা চাইলে আমাদের হত্যা করো। ইসলাম জিন্দাবাদ’ বলে স্লোগান দেয়।

দেশটির মুসলিম নেতারা ভিডিওটিকে নৃশংস ও চরম নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

এদিকে, গুজরাটের মুখ্যমন্ত্রী আনানদিবেন প্যাটেল টিভিতে ভিডিওটি সম্প্রচারের পর ক্ষমা চেয়েছেন । তিনি বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে ধর্মকে সম্পৃক্ত করা ঠিক নয়। বিষয়টি সমাধান করা হয়েছে এবং এটা এখন বাদ দেয়া উচিৎ।
 
নর্মদার পুলিশ সুপার জয়পাল সিং রাঠোর বলেছেন, মুসলিমদের সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরার বিষয়টি আমি সংবাদ মাধ্যমেই জানতে পেরেছি। যদি সত্যিই তেমন কোনো ঘটনা ঘটে থাকে, আমরা তদন্ত চালাব। যারা অপরাধী, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
 
এর আগে গুজরাটের সুরাটে মাথায় টুপি পরা তিনজনকে সন্ত্রাসবাদী হিসেবে সাজিয়ে পুলিশি মহড়া নিয়ে বিতর্ক দেখা দেয়। সেই বিতর্ক শেষ না হতেই  ফের নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।  
 
গুজরাটে ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রবাসী ভারতীয় দিবস এবং ভাইব্রান্ট গুজরাট বিনিয়োগকারীদের সম্মেলন অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৩ জানুয়ারি। এতে যোগ দেবেন দেশি- বিদেশী বিশিষ্ট অতিথিরা। তার আগে এই ধরণের মহড়া চালিয়ে বিতর্কের মুখে পড়েছে গুজরাটের বিজেপি সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।