আবারও ১৪ দিনের জেলে হেফাজতে মদন


প্রকাশিত: ০৩:০২ এএম, ০৩ জানুয়ারি ২০১৫

সারদাকাণ্ডে গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের ক্রীড়া ও পরিবহনমন্ত্রী মদন মিত্রর জামিনের আবেদন খারিজ করে আবারও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৬ জানুয়ারি তাকে আদালতে তোলা হবে।

জানা গেছে, শুক্রবার সারদাকাণ্ডে অভিযুক্ত মদন মিত্রকে কলকাতার আলিপুর আদালতে তোলা হয়। আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা হিসেবে ব্যারিকেডও দেওয়া হয়েছিল।

মদন মিত্রকে প্রিজন ভ্যানে না নিয়ে পুলিশের জিপে করে আনা হয়। পুলিশ সূত্র জানায়, মন্ত্রী এদিন প্রিজন ভ্যানে উঠতে চাননি। তাই তাকে জিপে করে আদালতে আনা হয়।

এদিন মদন মিত্রকে ফের জেল হেফাজতে নেওয়ার আদালতে আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী। তিনি জানান, সারদা থেকে বিপুল অংকের টাকা নিয়েছেন মদন মিত্র। সেই টাকা বিভিন্ন জায়গায় খাটিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে জামিনের আবেদন খারিজ করার কথা বলে সিবিআইয়ের আইনজীবী জানান, মদন মিত্র একজন প্রভাবশালী। তিনি জামিন পেলে তার ক্ষমতার প্রভাব খাটাতে পারেন।

যদিও, এই অভিযোগের পালটা জবাব দিয়েছেন মন্ত্রী নিজে। তিনি বলেন, সারদা থেকে যদি এক পয়সা নিয়েছি প্রমাণ হয়, তাহলে ফাঁসির সাজাও মেনে নেব। দীর্ঘ সওয়াল জবাব শেষে মদনের জামিনের আবেদন খারিজ করে ফের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। পরে আদালত থেকে বের হওয়ার সময় মন্ত্রী বন্দেমাতরম স্লোগান দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।