চীনে বাসে অগ্নিকাণ্ডে নিহত ৩০
চীনের রাজধানী বেইজিংয়ে একটি পর্যটন বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। কেন্দ্রিয় হুনান প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, পর্যটকদের বহনকারী একটি বাসে অগ্নিকাণ্ডে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ওই বাসে ৫৬ জন পর্যটক ছিলেন। বাসটি হাইওয়ে রোড দিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে একটি রেলেগেটের সঙ্গে ধাক্কা খায়। সেসময় বাসটিতে আগুন ধরে গেলে ৩০ জন প্রাণ হারায়।
ওই দুর্ঘটনায় ২১ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ওই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
টিটিএন/আরআইপি