লেবাননে পৃথক আত্মঘাতী হামলায় নিহত ৬


প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৭ জুন ২০১৬

লেবাননের পূর্বাঞ্চলে পৃথক তিনটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৩ জন।

সিরীয় সীমান্তের কাছে পূর্বাঞ্চলীয় কা গ্রামে তিন আত্মঘাতী সঙ্গে থাকা বিস্ফোরকে নিজেদের উড়িয়ে দেয়। লেবাননের রেডক্রস এএফপি নিউজকে এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহ টিভি স্টেশন আল মানার নিহতের সংখ্যা ৬ বলে নিশ্চিত করেছে। ওই হামলার দায়ভার স্বীকার করেনি কোনো গোষ্ঠী। ওই হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে বলেছেন, নিরাপত্তা কর্মীরা হামলাকারীদের থামাতে গেলে তাদের মধ্যে একজন হাতবোমা ছোড়ে। এরপর তারা সাধারণ মানুষের ভিড়ের মধ্যে নিজেদের সাথে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর লেবাননের সাথে সীমান্তের এই এলাকায় অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে লেবাননে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন নিরাপত্তা কর্মকর্তারা।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।