থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬
থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত/ছবি: এএফপি (ফাইল)

থাইল্যান্ডে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছেন। বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রশিক্ষণ ফ্লাইটের সময় উত্তর থাইল্যান্ডের একটি বনাঞ্চলে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। খবর এএফপির।

বিমান বাহিনীর মুখপাত্র জ্যাকক্রিট থামানভিচাই বলেন, আজ সকালে প্রশিক্ষণ চলাকালীন সামরিক বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।

বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ অনুসন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ মিশনের সময় সকাল ১০টা ২০ মিনিটে চিয়াং মাই প্রদেশে দুই আসনের বিমানটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি বা বেসামরিক সম্পত্তির কোনো ক্ষতি করেনি।

কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। এর আগে গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্ট শহরের কাছে প্যারাসুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে ছয় থাই পুলিশ কর্মকর্তা নিহত হন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।