শার্লি এবদোতে আবারও মহানবীকে নিয়ে কার্টুন


প্রকাশিত: ১১:০৩ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি এবদোতে আবারও মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কার্টুন এঁকেছে। এতে দেখানো হয়েছে, তিনি `আমিই শার্লি` নামের একটি সাইনবোর্ড হাতে ধরে আছেন। আর এই কার্টুনের ওপর লেখা রয়েছে সব ক্ষমা করা হলো।

গত সপ্তাহে প্যারিসে উগ্রবাদিদের হামলায় এ পত্রিকার ১২ সাংবাদিক নিহত হওয়ার পর সাময়িকীটি বুধবার প্রকাশ হচ্ছে। শার্লি এবদোর প্রচ্ছদের কপি ফরাসি সংবাদমাধ্যমে ইতমধ্যেই প্রকাশ করা হয়েছে।

শার্লি এবদো কর্মকর্তারা জানান, প্রতি সপ্তাহে পত্রিকাটি ৬০,০০০ কপি ছাপানো হলেও আগামী সংখ্যার মোট ৩০ লক্ষ কপি ছাপানো হবে।

এছাড়া হামলায় যেসব সাংবাদিক ঐ হামলার পর প্রাণে বেঁচে গেছেন তারা পত্রিকার অফিসে বসে তাদের কাজকর্ম করছেন।

শার্লি এবদোর পক্ষে কৌঁসুলি রিচার্ড মালকা জানান, আমরা হেরে যাব না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।