হত্যা মামলায় অভিযুক্ত মোশাররফ


প্রকাশিত: ১১:২৮ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে বেলুচ নেতা বুগতি হত্যা মামলায় অভিযোগ গঠন করেছে কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত। সাবেক এ জেনারেলের বিরুদ্ধে বুধবার এ অভিযোগ গঠন করা হয়। খবর ডননিউজ।

জানা গেছে, বেলুচের জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর খান বুগতিকে হত্যার অভিযোগে তার ছেলে নওয়াবজাদা জামিল আকবর বুগতি বেলুচিস্তান হাইকোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফসহ বেশ কয়েকজনকে আসামী করা হয়। ইতোমেধ্য ওই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বেলুচিস্তান হাইকোর্ট।

তবে কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালতে শুনানির সময় উপস্থিত ছিলেন না মোশাররফ। তার আইনজীবী জিশান চিমা আদালতকে জানান, অসুস্থতার কারণে আসতে পারেননি তিনি।

আদালত জানান, একমাত্র চিকিৎসক বোর্ডই মোশাররফের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এ সময় জামিল বুগতির পক্ষের আইনজীবী সোহাইল রাজপুত বলেন, সাবেক প্রেসিডেন্ট নিয়মিত বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন।

মোশাররফ ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাও ও বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী মীর শোয়েব নশ্বেরানীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনের পর আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মামলার শুনানি স্থগিত করেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।