ভারতে বেড়েছে বাঘের সংখ্যা
বাঘ শুমারির রিপোর্ট প্রকাশ করে ভারতের পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেছেন সারাবিশ্বের মোট বাঘের ৭০ শতাংশই এখন ভারতে। খবর টাইমস অফ ইন্ডিয়া।
শুমারি রিপোর্ট অনুযায়ী গত তিন বছরে দেশটিতে বাঘের সংখ্যা বেড়েছে অন্তত ত্রিশ শতাংশ।
ভারতে এখন বাঘ আছে ২২২৬টি। ২০১৩ সালের গণনার পর বাঘের সংখ্যা ১৭০৬ টি বলা হয়েছিলো। অন্যদিকে ২০০৮ সালের গণনায় ১৪১১ টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছিল।
রিপোর্টটি প্রকাশ করে মিস্টার জাভাদেকার বলেন, “যখন সারা বিশ্বে বাঘ কমছে তখন ভারতে তা বাড়ছে। এটি দারুণ সংবাদ”।
সর্বশেষ এ সমীক্ষা অনুযায়ী কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে। সেখানে ৪০৮টি দেড় বছর বা এর চেয়ে বেশি বয়সী বাঘের অবস্থান নিশ্চিত হওয়া গেছে।
অন্যদিকে উত্তরখণ্ডে ৩৪০, মধ্যপ্রদেশে ৩০৮, তামিলনাড়ুতে ২২৯, মহারাষ্ট্রে ১৯০, আসামে ১৬৭, কেরালায় ১৩৬ এবং উত্তর প্রদেশে ১১৭টি বাঘ রয়েছে।
বাংলাদেশও গণনা চলছে:
এদিকে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের চূড়ান্ত সংখ্যা নির্ধারণের জন্য গত এক বছর ধরে চলছে বাঘ শুমারি। গত ডিসেম্বরে কর্মকর্তারা জানিয়েছিলেন ক্যামেরা ট্র্যাপিং বা ফাঁদ পেতে ছবি তোলা পদ্ধতির এই গণনা এখন শেষের পথে।
ধারণা করা হচ্ছে আগামী জুন-জুলাই নাগাদ বাংলাদেশের সুন্দরবনে কত বাঘ আছে তার একটা চূড়ান্ত ও যথাযথ সংখ্যা পাওয়া যাবে।
এর আগে সর্বশেষ ২০০৪-০৫ পাগ-মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে বাঘ শুমারি করা হয়েছিল। ওই পদ্ধতিতে বাংলাদেশ অংশে ৪৩০টি বাঘ রয়েছে বলে বলা হয়েছে।
এআরএস