বিশ্বের ১০ ধনী দেশের শীর্ষে যুক্তরাষ্ট্র দ্বিতীয় চীন
বিশ্বের সম্পদশালী শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় প্রধান অর্থনীতির দেশগুলোর প্রাধান্য বজায় রয়েছে। এসব দেশের মধ্যে ছয় মাসে সম্পদের পরিমাণ এক লাফে ২০০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বেড়েছে। মঙ্গলবার বাজার ও সম্পদ গবেষণা কোম্পানি ‘নিউ ওয়ার্ল্ড ওয়েলথ’ প্রকাশিত শীর্ষ ধনী দেশের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রকাশিত শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট। এ ছাড়া এশিয়ার তিন ও ইউরোপের চার দেশ তালিকায় জায়গা পেয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত এসব দেশের সম্পদের মোট পরিমাণ, সম্পত্তি, নগদ অর্থ এবং ব্যবসায়িক মূলধনের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র সামগ্রিক তালিকার শীর্ষস্থানে রয়েছে; দেশটির মোট সম্পদের পরিমাণ ৪৮ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের পরে শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে চীন, জাপান, যুক্তরাজ্য ও জার্মানি। এরপরে রয়েছে ফ্রান্স, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইতালি।
শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় অস্ট্রেলিয়া উঠে আসায় বিশ্লেষকরা বিস্ময় প্রকাশ করেছেন। দেশটির ২ কোটি ২২ লাখ জনসংখ্যা থাকলেও ৯ নম্বর শীর্ষ ধনী দেশের জায়গা দখল করেছে। গত এক বছরে কানাডার অর্থনীতির আকার ইতালিকে ছাড়িয়ে গেছে; যেখানে গত ১৫ বছর ধরে চীনের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেয়েছে।
তবে ব্যক্তিগত সম্পদের হিসেবে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো শীর্ষে রয়েছে। এর মধ্যে মোনাকো শীর্ষে আছে; দেশটির প্রত্যেক নাগরিকের গড় সম্পদের পরিমাণ এ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। চলতি বছরের জুন পর্যন্ত সম্পদের পরিমাণ তুলে ধরেছে নিউ ওয়ার্ল্ড ওয়েলথ।
সূত্র : গালফ নিউজ।
এসআইএস/এবিএস