পাকিস্তানে ৩৫ বিদ্রোহী নিহত


প্রকাশিত: ০২:৪০ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

পাকিস্তানে সেনা অভিযানে অন্তত ৩৫ জন বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেলের উপজাতীয় এলাকায় রোববার বিমান অভিযান চালানো হলে ওই বিদ্রোহীরা নিহত হয় বলে সেনাবাহিনী দাবি করেছে।

পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, দাত্তা খেলের উপজাতীয় এলাকায় সেনাবাহিনী বিমান অভিযান বাড়িয়েছে। আফগান সীমান্তের কাছে চালানো ওই হামলায় নিহতরা তেহরিক-ই-তালেবানের সদস্য এবং এর মধ্যে কিছু বিদেশী যোদ্ধাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী দেশটির উপজাতীয় অঞ্চলগুলোতে জারব-ই-আজব নামে যে অভিযান শুরু করেছে তার অংশ হিসেবে ওই হামলা চালানো হয়। গত বছরের ১৫ জুন বিদ্রোহী সংগঠনগুলোর বিরুদ্ধে ওই অভিযান শুরু করে পাক সেনাবাহিনী।

এর আগে একই বছরের ৮ জুন পাকিস্তানের ব্যস্ততম করাচি বিমানবন্দরে হামলা চালায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের যোদ্ধারা। এতে হামলাকারীসহ অন্তত ৪০ জন নিহত হয়। এ ঘটনার পর জারব-ই-আজব অভিযান শুরু করে সেনাবাহিনী।

সরকারি হিসাব থেকে জানা যায়, এই অভিযানে এ পর্যন্ত দুই হাজারের বেশী বিদ্রোহী নিহত হয়েছেন। আর অভিযান পরিচালনা করতে গিয়ে ১৯০ জন সেনার মৃত্যু হয়েছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।