শিক্ষা ব্যয় কমানোর ঘোষণা ওবামার


প্রকাশিত: ০৬:০৪ এএম, ১১ মার্চ ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা `ছাত্র স্বার্থ সংরক্ষণ অধিকার বিল` নিয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টায় ১০ হাজার শিক্ষার্থীর সামনে বক্তৃতা করেন। তিনি ছাত্রদের শিক্ষার জন্য অতিরিক্ত শিক্ষা খরচের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, দিনকে দিন কলেজের খরচ বাড়ছে। যা শিক্ষার্থীদের জন্য বোঝা হয়ে যাচ্ছে।

এমন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন। জোর করেই বাড়তি টাকা আদায় যেন না করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি তিনি আহ্বান জানান। বিদেশী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য যেসব এজেন্সির মাধ্যমে আমেরিকায় আসছে তাদের কাছে এজেন্সিগুলো যেন অযাচিত খরচ না নেন তাদের কাছে এ ব্যাপারেও তিনি হুশিয়ার করেন।

তিনি বলেন, `শিক্ষার্থীরা যেন তাদের পড়াশোনার ব্যয় বহন করতে পারে এ ব্যাপারে তাদের সুযোগ করে দিতে হবে। উচ্চ শিক্ষাগ্রহণ যেন উচ্চ খরচে পরিণত না হয় সে ব্যাপারে সবারই দৃষ্টি রাখতে হবে।  `ছাত্র স্বার্থ সংরক্ষণ অধিকার বিল` এমন ভাবে করা হবে যা হবে খুব বাস্তবসম্মত। কল্পনার আশ্রয় সেখানে থাকবে না। এই বিলটি আইন প্রণেতাদেরকে সাহায্য করবে খসড়া চূড়ান্ত করতে। শিক্ষা ঋণের বিষয়টিও যেন সহজ হয় সেজন্যও তিনি যথাযথ কতৃপক্ষকে নির্দেশ দেন।

ওবামা তার কংগ্রেসের সদস্যদের তাগিদ দিয়ে জরুরী ভিত্তিতে শিক্ষা ভর্তুকি দেয়ার প্রস্তাব করেন। যেন শিক্ষা কার্যক্রম অধিকতর ব্যয়বহুল না হয়।  স্পিকার জন এ বোহেনার ওবামার এই উদ্যোগকে স্বাগত জানান।

এমজেড/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।