ত্রিদেশীয় সফরে আফ্রিকায় মোদী


প্রকাশিত: ০৬:১১ এএম, ১১ মার্চ ২০১৫

আফ্রিকায় ত্রিদেশীয় সফরের প্রথম দেশ হিসেবে দ্বীপরাষ্ট্র সেসেলসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দ্বীপরাষ্ট্রটিতে পৌঁছান তিনি। সেসেলসের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মোদী।

প্রবাসী ভারতীয়দের অভ্যর্থনায় আপ্লুত হয়ে মোদী তার টুইটার বার্তায় লিখেছেন, সেসেলস-এ অবতরণ করলাম। বিমানবন্দরে এত প্রবাসী ভারতীয়দের দেখে আমি উচ্ছ্বসিত।

ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সঈদ আকবরউদ্দিন জানান, সেসেলসের প্রেসিডেন্ট জেমস অ্যালেক্সিস মিশেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, ৩৩ বছর পর এই কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেসেলস সফর করছেন। মোদীর সঙ্গে এই ত্রিদেশীয় সফরে রয়েছেন পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।