সংঘর্ষে ইন্দোনেশিয়ার ২ বিমান ভূপাতিত


প্রকাশিত: ০৪:৩০ এএম, ১৬ মার্চ ২০১৫

মালয়েশিয়ার আকাশে সংঘর্ষের পর ইন্দোনেশিয়ার দু’টি বিমান ভূপাতিত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশগ্রহণের প্রস্তুতি নেয়ার সময় বিমান দু’টির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর একটি বিমান লাংকাওয়ি আন্তর্জাতিক বিমানবন্দরে এবং অপরটি পাশ্ববর্তী একটি গ্রামে গিয়ে পড়ে। দুই বিমানের চার পাইলটই সংঘর্ষের সময় বিমান থেকে বেরিয়ে অক্ষত অবস্থায় ভূমিতে নেমে আসতে পেরেছেন। তবে তাদেরকে চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দিন হোসেন হাসপাতালে চার পাইলটের সঙ্গে সাক্ষাতের পর এক টুইটার-বার্তায় বলেছেন, চার পাইলটই সুস্থ আছেন এবং প্রদর্শনীতে অংশগ্রহণের বিষয়ে তাদের আগ্রহে ঘাটতি দেখা দেয়নি।

লাংকাওয়ি আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনী আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২১ মার্চ পর্যন্ত। এবারের প্রদর্শনীতে যে পাঁচটি টিমের অংশ নেয়ার কথা রয়েছে, তার মধ্যে ইন্দোনেশিয়ার টিম অন্যতম।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।