ইরান-আমেরিকা আলোচনা আবারও শুরু


প্রকাশিত: ০৫:৪১ এএম, ১৬ মার্চ ২০১৫

ইরান ও আমেরিকার মধ্যে কারিগরী পর্যায়ের পরমাণু আলোচনা আবারও শুরু হয়েছে। রোববার সুইজারল্যান্ডের লোজান শহরে স্থানীয় সময় বিকেল দুইটায় এ বৈঠক শুরু হয়।

সুইজারল্যান্ডে শুরু হওয়া এ আলোচনা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি ও মার্কিন জ্বালানীমন্ত্রী আর্নেস্ট মুনিজ ওই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।

এছাড়া বৈঠকে ছিলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি, মাজিদ তাখ্ত রাভানচি, ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান।

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ব্রালেসলে ছয় জাতিগোষ্ঠীর ইউরোপীয় সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।