সাদ্দামের সমাধি ধ্বংস করেছে আইএস


প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৬ মার্চ ২০১৫

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সমাধি সৌধ ধ্বংস করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরাকের তিকরিতে সরকারি বাহিনী ও ইরানের মদদপুষ্ট শিয়া যোদ্ধাদের সঙ্গে আইএস যোদ্ধাদের লড়াইয়ের মধ্যেই আল-আওজা গ্রামে সাদ্দামের কবরসহ নির্মিত সমাধি সৌধটি গুড়িয়ে দেওয়া হয়।
 
অবশ্য সাদ্দাম হোসেনের দেহ আগেই সেখান থেকে সরিয়ে অজ্ঞাত একটি স্থানে নেয়া হয়েছে বলে গত বছর স্থানীয় সুন্নীরা জানিয়েছিলেন। ২০০৭ সাল থেকে তার মরদেহ তিকরিতের ওই সমাধি সৌধের কবরে রাখা ছিল।
 
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি ফুটেজে দেখা গেছে, সমাধি সৌধটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে কিছু পিলার দাঁড়িয়ে আছে।
 
তিকরিতে জন্ম নেওয়া সাদ্দাম হোসেন ২০০৩ সালে মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েন। পরে ইরাকের একটি ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয় এবং রায় অনুসারে ২০০৬ সালে তার ফাঁসি কার্যকর করা হয়।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।