চীনে গত বছরে ১ হাজার মানবাধিকার কর্মী আটক


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৬ মার্চ ২০১৫

চীন কর্তৃপক্ষ ২০১৪ সালে প্রায় এক হাজার মানবাধিকার কর্মী গ্রেফতার করেছে। ১৯৯০’র দশকের মাঝামাঝি থেকে চীনে মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ রেকর্ডের জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার দায়ী। গতকাল সোমবার মানবাধিকার সংক্রান্ত একটি অ্যাডভোকেসি গ্রুপ এ অভিযোগ করে।

বিদেশ ভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স (সিএইচআরডি) তাদের বার্ষিক প্রতিবেদনে জানায়, এ সংখ্যা আগের দুই বছরের গ্রেফতারের সংখ্যার প্রায় কাছাকাছি।

গ্রুপের প্রতিবেদনে বলা হয়, ‘শি ক্ষমতায় আসার পর থেকে কর্তৃপক্ষ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন ও সুশীল সমাজের ভূমিকা খর্ব করে এবং মানবাধিকার কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালায়।

২০১২ ও ২০১৩ সালে মোট এক হাজার ১৬০ জন মানবাধিকার কর্মী গ্রেফতার করা হলেও কেবলমাত্র ২০১৪ সালে ৯৫৫ জন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। ১৯৯০’র দশকের পর চীনে মানবাধিকার পরিস্থিতির এতো অবনতি আর ঘটেনি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।