হরিয়ানায় গির্জায় ভাঙচুর করে হনুমানের মূর্তি স্থাপন


প্রকাশিত: ০৪:২৫ এএম, ১৭ মার্চ ২০১৫

ভারতের বিজেপি শাসিত অঙ্গরাজ্য হরিয়ানার হিসারের একটি গ্রামে নির্মাণাধীন গির্জায় ভাঙচুর চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। এ সময় গির্জায় ক্রুশ চিহ্নের জায়গায় হনুমানের মূর্তি বসিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা রমেশ কুমার জানান, অভিযুক্ত অনিল গোদরা, দলবীর সিং, রাজকুমার, কুলদীপ, সতপাল, কৃষ্ণকুমার, বিজেন্দর, সত্যনারায়ণ, ছটুরাম, এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৫৩(এ), ২৯৫, ৩৮০ এবং ৫০৬ ধারা অনুযায়ী মামলা রুজু করেছে।

রমেশ কুমার জানান, ঘটনার সময় গির্জার ফাদার সুভাষ চন্দ শহরের বাইরে ছিলেন, তিনি শনিবার ফিরে এসে দেখেন গির্জায় ভাঙচুর করা হয়েছে। এরপরে তিনি থানায় অভিযোগ জানান। ফাদারের অভিযোগ পেয়ে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সোমবার এ ঘটনা প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

অভিযুক্তরা গির্জায়র ক্রুশ চিহ্ন ভেঙে ফেলে সেখানে হিন্দু ধর্মের ভগবান হনুমানের মূর্তি ও একটি ধর্মীয় লাল পতাকা লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। এ ছাড়া সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলেও গির্জার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।  

ফাদার সুভাষ চন্দ জানান, ‘বজরঙ্গ দলের কতিপয় কর্মী এবং স্থানীয় কয়েকজন লোক গত মাসে আমাকে হুমকি দিয়েছিল। এই হামলার পেছনে তাদের হাত থাকতে পারে।’

হরিয়ানার খ্রিস্টান ফ্রন্ট এই ঘটনার নিন্দা করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।