পাঞ্জাব সফরে যাচ্ছেন মোদী


প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৩ মার্চ ২০১৫

পাঞ্জাবের হুসেইনিওয়ালা গ্রামে স্বাধীনতা সংগ্রামী শহিদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর স্মৃতির উদ্দেশ্য আজ শ্রদ্ধাজ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার পাঞ্জাবের মাটিতে পা রাখবেন তিনি।

আজকের দিনে ১৯৩১ সালে এই গ্রামেরই ফিরোজপুর জেলে ওই তিন মহান দেশভক্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। হুসেইনিওয়ালা গ্রামটি ভারত-পাক সীমান্ত থেকে ২৬০ কিমি দূরে অবস্থিত। ফলে প্রধানমন্ত্রীর সুরক্ষা বিষয়ে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

জানা যায় , শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করে মোদী অমৃতসরের স্বর্ণ মন্দিরে যাবেন। সেখান থেকে দুর্গিয়ানা মন্দির ও জালিয়ানওয়ালাবাগেও যাওয়ার কথা রয়েছে তাঁর। রাজীব গান্ধীর পর তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি হুসেইনিওয়ালা সফর করলেন। ফলে সবঅর্থেই উৎসবের পরিবেশ তৈরি হয়েছে সেখানে।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে রাজীব গান্ধী প্রথমবার পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাবের হুসেইনিওয়ালাতে গিয়েছিলেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।