হামলায় বন্ধ হবে না ইরানের পরমাণু কর্মসূচি : আমেরিকা


প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৪ এপ্রিল ২০১৫

আমেরিকা স্বীকার করেছে, সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা যাবে না। এ ছাড়া, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমাদের বিরাজমান সংকট একমাত্র কূটনৈতিকভাবেই সমাধান করতে হবে বলেও মনে করে আমেরিকা। ইহুদিবাদী ইসরাইলের সংবাদ মাধ্যমকে এ সব কথা বলেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উইন্ডি শেরম্যান।
 
তিনি বলেন, কূটনৈতিক পন্থার চেয়ে আরও কার্যকর হতে পারে এমন কোনো পদ্ধতি বা পথ খোলা নেই। তিনি স্বীকার করেন, ইসরাইল বা আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালালে তাতে তেহরানের পরমাণু কর্মসূচি বড় জোর তিন বছরের জন্য পিছিয়ে যাবে।

এ ছাড়া ইরানের সঙ্গে চূড়ান্ত পরমাণু চুক্তির সই ৩০ জুনের মেয়াদের মধ্যেই শেষ সম্পন্ন করা যাবে বলেও এ সময়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যৌথ বিবৃতি নিয়ে তেল আবিবের উদ্বেগ দূর করার ওয়াশিংটনের তৎপরতার অংশ হিসেবে ইসরাইলি কূটনৈতিক সাংবাদিকদের ব্রিফিং দিচ্ছিলেন শেরম্যান।  

চলতি মাসের ২ তারিখে ইরান ও ছয় জাতিগোষ্ঠী এ যৌথ বিবৃতি দিয়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।