জাতিসংঘে ইয়েমেন নিয়ে ইরানের ৪ দফা


প্রকাশিত: ১০:০৮ এএম, ১৮ এপ্রিল ২০১৫

ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসন এবং ব্যাপক রক্তক্ষয় বন্ধের লক্ষ্যে জাতিসংঘের কাছে চার দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে লেখা চিঠিতে এ শান্তি পরিকল্পনা পেশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।

চিঠিতে ইয়েমেনের নিরীহ মানুষের বিরুদ্ধে সৌদি বিমান হামলা বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া, ইয়েমেন সংকট রাজনৈতিকভাবে নিরসনের লক্ষ্যে যথার্থ সংলাপ শুরুর উদ্যোগ নেয়ারও আহ্বান জানানো হয়েছে এ চিঠিতে।

চিঠিতে বলা হয়, ইয়েমেনে যে মানবিক সংকট দেখা দিয়েছে তা মোকাবেলা করা ইরানের শান্তি পরিকল্পনার দ্বিতীয় উদ্দেশ্য। প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকারী করা, ইয়েমেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো, আন্তঃইয়েমেনি সংলাপ শুরু করা এবং ব্যাপক ভিত্তিক জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছে।

সামরিক পন্থায় ইয়েমেন সংকটের সমাধান হবে না উল্লেখ করে পরিকল্পনায় জারিফ বলেন, সৌদি আগ্রাসনে কেবল লাভবান হবে আল-কায়েদার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো। এ সব গোষ্ঠী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি মারাত্মক হুমকি হয়ে উঠছে বলেও উল্লেখ করেন জারিফ।

গত ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে সৌদি আরব এবং এ আগ্রাসনে নারী ও শিশুসহ অন্তত ২,৬০০ নিরীহ মানুষ নিহত হয়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।