জাপানে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন জনসংখ্যা
জাপানের জনসংখ্যা চতুর্থ বছরের মতো কমে গেছে। দেশটির জনসংখ্যা বর্তমানে ২০০০ সালের জনসংখ্যার স্তরে নেমে গেছে। দেশটিতে এখন প্রতি চারজনের মধ্যে একজনের বয়স ৬৫ বা তার বেশি।
শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, গত বছর ১ অক্টোবরের পর জাপানের জনসংখ্যা ০.১৭ শতাংশ বা ২ লাখ ১৫ হাজার কমে ১২ কোটি ৭০ লাখ ৮৩ হাজার জনে দাঁড়িয়েছে। জাপানে দীর্ঘদিন ধরে অবস্থান করা বিদেশি নাগরিকরাও এর অন্তর্ভূক্ত।
জাপানে ৬৫ বছর বা তার বেশি বয়সের লোকের সংখ্যা ১১ লাখ থেকে বেড়ে ৩ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। বর্তমানে এসব লোকের সংখ্যা ১৪ বছর বা তার কম বয়সীদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
জাপানে জন্মহার কমে যাওয়া এবং গড় আয়ু অনেক বৃদ্ধি পাওয়ার কারণে এমনটা হয়েছে বলে ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।
একে/আরআই