তাঞ্জানিয়ায় খনিধসে ১৯ শ্রমিকের প্রাণহানি


প্রকাশিত: ১০:৫২ এএম, ১৮ এপ্রিল ২০১৫

তাঞ্জানিয়ায় উত্তরপশ্চিমাঞ্চলের এমসালালা এলাকার একটি সোনার খনিধসে পড়ে কমপক্ষে ১৯ শ্রমিকের প্রাণহানি হয়েছে। শনিবার এক স্থানীয় সরকারি কর্মকর্তা একথা জানান।

স্থানীয় কমিশনার বেনসন এমওয়াম্পেসায়া বলেন, ‘খনিটি ধসে পড়লে সেখানে কর্মরত বেশ কয়েকজন চাপা পড়ে। এই ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাটি খুঁড়ে সেখান থেকে আরো মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।’

তাঞ্জানিয়া আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। দেশটির অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খনিজ ধাতু হচ্ছে সোনা।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।