বুরুন্ডি নির্বাচনে সহিংসতার শঙ্কায় জাতিসংঘের হুঁশিয়ারি


প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

বুরুন্ডিতে আসন্ন নির্বাচনে সহিংসতা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে শুক্রবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।  পাশাপাশি ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পার্লামেন্ট নির্বাচনের প্রাক্কালে সহিংসতা ও কোনো ধরণের ভয় দেখানো থেকে বিরত থাকতে সরকার ও বিরোধী দলের প্রতি আহবানও জানিয়েছে পরিষদ।

পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ‘আসন্ন এ নির্বাচন বুরুন্ডির জন্য খুবই স্পর্শকাতর বিষয়। ফলে এ নির্বাচনকে ঘিরে দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এতে বুরুন্ডিতে প্রায় এক দশক ধরে বজায় থাকা শান্তিপূর্ণ পরিবেশ মুখ থুবড়ে পড়তে পারে।’

বুরুন্ডির শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতার ক্ষেত্রে হুমকি হতে পারে এমন সহিংসতার ব্যাপারে নিরাপত্তা পরিষদের সদস্যরা যেকোনো ধরনের পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার বুজুবুরাতের সমাবেশ থেকে বিক্ষোভকারিরা বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরি কুরুনজিজাকে সরে দাঁড়ানোর এবং তৃতীয় মেয়াদে নির্বাচনে লড়াই না করার আহবান জানায়। এ সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে।
তবে কুরুনজিজা তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে নির্বাচনে লড়বেন কিনা এখন পর্যন্ত তা নিশ্চিত করেননি।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।