গাজায় ইসরাইলের বিমান হামলা
ইসরাইলি বিমানবাহিনী বুধবার ভোরে গাজা উপত্যকায় জঙ্গি লক্ষ্যবস্তুতে চার দফা হামলা চালিয়েছে। গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপের কয়েক ঘণ্টা পর এ বিমান হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাফাহ, খান ইউনুস ও গাজা সিটিতে ইসলামিক জিহাদের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার রাতে ফিলিস্তিনি ভূখন্ড থেকে একটি রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলে এসে পড়ে। এতে কোনো প্রাণহানি বা ক্ষতি হয়নি।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, রকেট হামলার জবাবে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে চারটি সন্ত্রাসী অবকাঠামোয় বিমান হামলা চালানো হয়েছে।
ইসলামি জঙ্গি সংগঠন হামাস রকেট হামলার কথা স্বীকার করেনি।
২০১৪ সালে ৫০ দিনের সহিংসতা বন্ধে অস্ত্রবিরতির পর মঙ্গলবার গাজা থেকে তৃতীয়বারের মত রকেট নিক্ষেপ করা হল। গত বছরের সহিংসতায় ২ হাজার ২শ’ ফিলিস্তিনি ও ৭৩ জন ইসরাইলি নিহত হয়।
একে/পিআর