কলম্বিয়ায় আবারো সংঘর্ষ : নিহত ৬


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৯ মে ২০১৫

কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারী সৈন্যদের নতুন করে সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন নিহত হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কলম্বিয়ার উত্তরপূর্বাঞ্চলে ভেনিজুয়েলার সীমান্তবর্তী তেলসমৃদ্ধ অ্যারাউকা এলাকায় উভয়পক্ষের এই প্রচণ্ড সংঘর্ষে তিন সৈন্য ও রিভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফাক)-এর তিন বিদ্রোহী নিহত হয়েছে। খবর এএফপি’র।

এই সহিংস ঘটনায় এক জুনিয়র অফিসার ও তেল ক্ষেত্রটির নিরাপত্তায় নিয়োজিত দুই সৈন্য নিহত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয়পক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, এটা তার সর্বশেষ ঘটনা।

সেনাবাহিনী আরো জানায়, নিহত ফার্ক গেরিলারা সৈন্যদের পোশাক পরেছিল। বিবৃতিতে বলা হয়, ‘আমরা জানতে পারি যে তারা ওই তেলক্ষেত্রটিতে হামলার জন্য প্রস্তুত হচ্ছিল।’

বিগত কয়েক দিনে তিনটি সামরিক অভিযানে ৪০ জনের বেশি ফার্ক গেরিলা নিহত হয়েছে। নতুন করে উভয়পক্ষের মধ্যে এই সহিংসতার কারণে কলম্বিয়া সরকারের সঙ্গে বিদ্রোহীদের শান্তি আলোচনা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ২০১২ সালের নভেম্বর থেকে কিউবায় উভয়পক্ষের মধ্যে এই শান্তি আলোচনা চলছে।

১৯৬৪ সালে ফার্ক কলম্বিয়ায় মার্কবাদী গেরিলা যুদ্ধ শুরু করার পর থেকে দেশটিতে কয়েক দশক ধরে চলা এই গৃহযুদ্ধে প্রায় ২ লাখ লোকের প্রাণহানি ও ৬ লাখের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।