আইএস-এ যোগ দেয়ার চেষ্টা চালান অস্ট্রেলিয়ান ১২ নারী


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৯ মে ২০১৫

অস্ট্রেলিয়ার একটি নগরী থেকে অন্তত ১২ নারী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার চেষ্টা চালিয়েছে। সহিংস জিহাদিদের প্রতি ‘রোমান্সের টানে’ তারা এই প্রচেষ্টা চালায় বলে সতর্ক করেছে পুলিশ।

শুক্রবার কর্তৃপক্ষ জানায়, অস্ট্রেলিয়ার শতাধিক নাগরিক সিরিয়া ও ইরাকে যুদ্ধরত আইএস জিহাদিদের সমর্থন দিতে দেশত্যাগ করেছে। এতে চরমপন্থার ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে এবং এরা দেশে ফিরে এলে নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিদেশে অন্তত ৩০ অস্ট্রেলীয় নিহত হয়েছে।

ভিক্টোরিয়া পুলিশের সহকারী কমিশনার ট্যাসি লিনফোর্ড বলেন, যারা আইএস-এর প্রতি আকৃষ্ট হচ্ছে তাদের অধিকাংশই কমবয়সী।
এছাড়া নারীদের ক্ষেত্রে তাদের মনে প্রায়ই এই রোমান্টিক কৌতুহলের জন্ম নেয় যে ইসলামিক স্টেটের অধীনে জীবন কেমন হবে। ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্ন থেকে অন্তত ১২ নারী আইএস-এ যোগ দেয়ার চেষ্টা চালিয়েছেন।

এই নারী পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা জানি যে ৫ নারী এখানে এসেছেন। আরো দুইজন নিখোঁজ রয়েছেন, চারজনকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হয়েছে এবং একজনকে দেশত্যাগের আগেই বিমান বন্দরে থামান হয়েছ’।

তিনি সাংবাদিকদের বলেন, ‘কিন্তু আমরা এও ধারণা করছি যে সম্ভবত ১২ জনের বেশি নারী আইএস - এ যোগ দেয়ার চেষ্টা চালিয়েছেন।’

সিডনিতে এক মা তার দুই সন্তানকে ফেলে রেখে আইএস এ যোগ দেয়ার জন্য সিরিয়ার উদ্দেশে রওয়ানা হওয়ার মাত্র কয়েকদিন পর লিনফোর্ডের এই মন্তব্যটি এলো।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।