মরিচ খাওয়ার অদ্ভূত প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ এএম, ১৬ আগস্ট ২০১৭

চীনের হুনান প্রদেশের নিংজিয়াং এলাকায় মরিচ খাওয়া অদ্ভূত এক প্রতিযোগিতা হয়। প্রতিযোগীদের মরিচ খেয়ে দেখাতে হয়।

এক মিনিটে কে কয়টা মরিচ খেতে পারে সেটাই মূলত প্রতিযোগিতা। যে বিজয়ী হয় তাকে ‘চিলি কিং’ বা ‘চিলি কুইন’-এর শিরোপা দেওয়া হয়।

chili

প্রতিযোগিতায় যেসব মরিচ খেতে দেয়া হয় সেগুলো এতো ঝাল যে, প্রতিযোগীদের বসার জন্য বড় বড় পানির ড্রাম তৈরি করা হয়। সেই পানির মধ্যে বসেই মরিচ খাওয়ার প্রতিযোগিতা হয়। অংশগ্রহণকারীদের মুখ দেখলেই বোঝা যায় যে মরিচগুলো কত ঝাল।

chili

সম্প্রতি নিংজিয়াংয়ে এই প্রতিযোগিতা হয়ে গেল। সেখানে অনেকেই অংশ নিয়েছিলেন। বিজয়ী হয়েছেন সু নামের একজন। এক মিনিটে তিনি ১৫টি মরিচ খেয়ে দেখিয়েছেন। পুরস্কারও পেয়েছেন। তবে তিনি এখন কেমন আছেন তা জানা যায়নি।

chili

পর্যটকদের আকর্ষণ করার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই বিচিত্র প্রতিযোগিতায় একবার অংশ নেবেন নাকি আপনিও?

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।