প্রধানমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফিলিস্তিন ও সেদেশের জনগণের ন্যায়সঙ্গত স্বার্থের প্রতি বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার ও সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের এম এইচ আবুইয়াদেহ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শেখ হাসিনা ইসলামের শান্তির বাণী পৌঁছে দেয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশি সমাজের সকল ক্ষেত্রে বাংলাদেশ সহিষ্ণুতা ও আধুনিকায়নের বিষয়টি সমর্থন করে। তিনি বলেন, স্বাধীনতাকামী নেতা হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামে সমর্থন দিয়ে গেছেন।
ইসরাইলি বাহিনীর হামলায় নির্বিচারে ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যাকাণ্ডের পর বিভিন্ন মানবাধিকার সংস্থার নিরবতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি এই ধরনের ঘৃণ্য হামলার নিন্দা জানাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সব ধরণের চরমপন্থা ও রাষ্টীয় সন্ত্রাসের নিন্দা জানায়।
ফিলিস্তিনের বিদায়ী রাষ্ট্রদূত ফিলিস্তিনিদের স্বার্থের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে পাকিস্তানের কারাগারে আটক থাকাকালে তার প্রতি সম্মান জানাতে অনেক ফিলিস্তিনি নাগরিক তাদের নবজাতক সন্তানের নাম ‘মুজিবুর’ রেখেছিলেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সব ধরণের সহযোগিতা দেয়ার জন্যও কৃতজ্ঞতা জানান। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
একে/আরআই