তরুণীর অঙ্গে প্রাণ পেয়েছে ৬ জন


প্রকাশিত: ১১:০১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

দীর্ঘ দিন মস্তিষ্কে রক্তক্ষরণের পর ১৯ বছরের তরুণী এমা উইটি গত বছরের জুন মাসে মারা যান। কিন্তু মৃত্যুর পর তার অঙ্গ-প্রত্যঙ্গ যেন আজও তাকে অমর করে রেখেছে। তার অঙ্গে প্রাণ পেয়েছে ৬ জন।

সোমবার ডেইলি মেইল এক খবরে জানিয়েছে, যুক্তরাজ্যের নাগারিক উইটি ছিলেন একজন উদীয়মান ফটোগ্রাফার। তিনি সবসময় দান করা পছন্দ করতেন। সে অনুযায়ী মেয়ের অকাল মৃত্যুতে শোকাহত পরিবার তার কার্যকর অঙ্গ-প্রত্যঙ্গগুলো দান করার সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পরিবারের সিদ্ধান্তে উইটির হার্ট ২০ বছরের এক তরুণীকে দান করা হয়, ৫০ বছরের এক পুরুষকে দেওয়া হয় যকৃত ও একটি কিডনি, ৬০ বছরের এক পুরুষকে দান করা হয় অপর কিডনি ও ২ টা ফুসফুস।

এছাড়া তার অঙ্গে প্রাণ পায় অন্য এক পুরুষ ও কন্যাশিশু। পরে তার কর্নিয়াও দান করা হয় আরেকজনকে।

উইটির মা ক্যাথেরিন জানিয়েছেন, তার অঙ্গ-প্রত্যঙ্গ দান করা যদিও কঠিন ছিল, তারপরেও এটা ভেবে ভালো লাগে যে, সে ৬ লোককে বাঁচিয়েছে। তার চোখে আলো পাচ্ছে অন্য মানুষ, অন্যের শরীরে তার হার্ট সক্রিয় আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।