ভাইয়ের পাপের শাস্তি আমি পেলাম : ইয়াকুব


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০১ আগস্ট ২০১৫

মুম্বাই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদ্য মৃত্যুদণ্ড কার্যকর করা আসামি ইয়াকুব মেমন নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ভাইয়ের পাপের শাস্তি আমি পেলাম। মেননের আইনজীবী অনিল গেদামের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার শনিবার এ তথ্য জানায়।

বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও মৃত্যুর আগে ইয়াকুব স্বীকার করে গেলেন মুম্বাই হামলায় জড়িত ছিল তার ‘ভাই’। তিনি বলেন, ‘ভাইয়ের পাপের বোঝা বইতে হচ্ছে আমাকে।’

অনিল গেদাম জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সে বিশ্বাস করতে চায়নি তার ফাঁসি হতে চলেছে। আশা করেছিল, রাষ্ট্রপতির কাছে দেওয়া তার প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর হবে। জেলকর্মীদের কাছে বারবার দাবি করছিল, সে নির্দোষ। ভাইয়ের পাপের বোঝা বইতে হচ্ছে তাকে।  কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালেই মৃত্যুদণ্ড কার্যকর হয় তার।

আইনজীবী অনিল গেদাম আরো জানান, তিনি ইয়াকুবের সঙ্গে দেখা করতে গেলে ইয়াকুব বারবারই বলছিল, ভাইয়ের পাপের শাস্তি পেতে হচ্ছে আমাকে। ইয়াকুব বলেছিল, ‘ম্যায় বেগুনাহ্ হুঁ।’ এমন কি, ফাঁসির আগে নিয়ম অনুয়ায়ী মৌলভি এসে তাকে তার অপরাধের জন্য ক্ষমা চাইতে বললে সেখানেও ইয়াকুব নিজেকে নির্দোষ বলেই দাবি করে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।