কাশ্মীরে হামলা : ভারতের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ জন সদস্য নিহত হওয়ার ঘটনায় ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার্থে দিল্লি কোনো পদক্ষেপ নিলে সেটাকে পূর্ণ সমর্থন জানাবে ওয়াশিংটন।

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে এ আশ্বাস দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জন বোল্টন পুলওয়ামায় হামলার নিন্দা জানিয়ে দুঃখপ্রকাশ করেন।

প্রেস টাস্ট অব ইন্ডিয়াকে জন বোল্টন বলেন, ‘অজিত ডোভালের সঙ্গে আজ আমার কথা হয়েছে। আমি তাকে আশ্বস্ত করে বলেছি, আত্মরক্ষার্থে ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র তার পূর্ণ সমর্থন দেবে।’ তিনি পুলওয়ামায় হামলার নিন্দা জানিয়ে দুঃখপ্রকাশ করেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেকোনো লড়াইয়ে ভারতের পাশে থাকার পাশাপাশি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে পাকিস্তান। আর দিনের পর দিন সন্ত্রাসবাদীদের মদদ জুগিয়ে যাচ্ছে তারা। পাকিস্তান যদি এখনই জঙ্গিদের মদদ দেওয়া বন্ধ না করে, তাহলে এর ফল ভোগ করতে হবে তাদের।’

জম্মু-কাশ্মীরে বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, ‘গোটা বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সন্ত্রাসবাদের কারণে। তাই দেশের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়া এখনই বন্ধ করুক পাকিস্তান।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ার করেন। সন্ত্রাসবাদে মদদ দেয়ায় পাকিস্তানের ওপর আর্থিক নিষেধাজ্ঞাও জারি করেছিল যুক্তরাষ্ট্র। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে এর আগেও আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়ে পাকিস্তান।’

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।