সুস্থ হয়ে ঘরে ফিরল বিশ্বের সবচেয়ে কম ওজনের নবজাতক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

২৬৮ গ্রাম ওজন নিয়ে গত বছরের আগস্টে জন্ম হয় শিশুটির। এতো কম ওজন হওয়ায় তার বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ছিল না। চিকিৎসকদের চেষ্টায় সে বর্তমানে সুস্থ। এখন তার ওজন বেড়ে ৩.২ কেজি। গত সপ্তাহে হাসপাতাল ছেড়ে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরেছে শিশুটি ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের টোকিও কিয়ো ইউনিভার্সিটি হাসপাতালে ২৪ সপ্তাহের মাথায় জন্ম হয় ওই শিশুর।

যুক্তরাষ্ট্রের লোয়া ইউনিভার্সিটির বরাত দিয়ে শিশুটির চিকিৎসক ড. টাকেশি আরিমিতসু বলেন, এ পর্যন্ত জন্মানো সবচেয়ে ক্ষুদ্রকায় ছেলে নবজাতক ছিল সে।

Baby-boy-

কিয়ো ইউনিভার্সিটি বলছে, জাপানে এক কিলোগ্রামের কম ওজনের নবজাতকের বেঁচে থাকার সম্ভাবনা ৯০ ভাগ। কিন্তু ৩০০ গ্রামেরও কম ওজনের নবজাতকের ক্ষেত্রে এ সম্ভাবনা ৫০ শতাংশে নেমে আসে। তবে এত কম ওজনে জন্ম নেয়া মেয়ে শিশুদের চেয়ে ছেলে শিশুদের বেঁচে থাকার হার কম।

এর আগে ২৭৪ গ্রাম ওজনের এক শিশু জন্ম নেয় জার্মানিতে। ২০১৫ সালে সেখানে জন্ম হয় এক মেয়ে শিশুর, যার ওজন ছিল মাত্র ২৫২ গ্রাম।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।