মৃত্যুর মিছিল থামছে স্পেনে, ১৮ দিনে কম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সংক্রমিত স্পেনে গত ১৮ দিনে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। শনিবার দেশটিতে নতুন করে ৫১০ জনের প্রাণ কেড়েছে করোনা; যা গত ২৩ মার্চের পর সর্বনিম্ন।

এ নিয়ে স্পেনে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মারা গেছেন ১৬ হাজার ৩৫৩ এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৫২ জন; যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড।

এছাড়া দেশটিতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৯ হাজার ১০৯ জন। শনিবার দেশটিতে করোনায় নতুন সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৮৩০ জন।

করোনাকে মহামারি হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা দেয়ার এক মাস পূর্তির দিনে স্পেনে মৃত্যু ও সংক্রমণ গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।

বিশ্বে এখন সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। শনিবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩ হাজার ১৭৭ এবং মারা গেছেন ১৮ হাজার ৭৬১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ গেছে ২ হাজার ১০৮ জনের; যা যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

করোনার বিস্তার ঠেকাতে দেশজুড়ে জারিকৃত বিধি-নিষেধ শিথিল করার কথা ভাবছে স্পেনের সরকার। এর মধ্যে দেশটির নির্মাণ ও উৎপাদনশীল কারখানার মতো কিছু খাতের শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দেয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে উহানে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের উপস্থিতি প্রথমবারের মতো নিশ্চিত হয় দেশটির সরকার। দেশটিতে এই ভাইরাস ৩ হাজারের বেশি মানুষের প্রাণ কাড়লেও বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে সেই সংখ্যা ১ লাখ ৩ হাজার ৭৭২। এছাড়া বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৩ হাজার ৯৭১ জন।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।